পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছায় বোমা হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই আব্বাস হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা কামাল হোসেনের ওপর হামলা চালালে তিনি প্রাণে বেঁচে গেলেও প্রাণ দিতে হয়েছে তার ভাইকে। নিহত আব্বাস উপজেলার চন্দ্রপুর গ্রামের হাজরা মোড়লের ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে চন্দ্রপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন ও তার ভাই আব্বাস হোসেনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য বুধবার বাড়ির পাশে অবস্থান করছিলেন। সেখানে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর বোমা হামলা চালায়। হামলার সময় কামাল হোসেনসহ অন্যরা দৌড়ে সরে গেলে বোমা হামলার শিকার হন আব্বাস হোসেন। ঘটনাস্থলে তিনি নিহত হয়। এরপর সন্ত্রাসীরা আরও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
নিহতের স্বজন শামীম হোসেন জানান, চিহ্নিত সন্ত্রাসী পালসার বাবুসহ একদল দুর্বৃত্ত এসে এই হমলা চালিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
জানা যায়, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, এ হত্যাকান্ডের পর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে এ হত্যাকান্ডে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।