বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকেই দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-লিজা (৩০), মিম (১৫), খালেদা আকতার (৩৫) ছালান (৩৫) ও সজল হোসেন। এদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা ও সাবেক চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।