Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের দুই যাত্রী নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১১:০৭ এএম

গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সালনা এলাকায় রেলক্রসিংয়ে স্থানীয় টিএম ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন। এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হলে রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসীব মোহাম্মদ ইরশাদুল্লাহ জানান, হাসপাতালে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ