Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত শুধু হিন্দুদের দেশ সমস্যার কারণ মুসলিমরা’

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত হলো শুধু হিন্দুদের দেশ। মুসলিমদের কারণে সেখানে হিন্দুরা নানা রকম সমস্যায় পড়ছে। এমন অভিযোগ করেছেন উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা বিক্রম সাইনি এমএলএ। তিনি আরো বলেছেন, যারা হিন্দু ধর্ম অনুসরণ করছেন ভারত শুধু তাদের।
ভারতীয় অনলাইন জি-নিউজ-এর খবরে বলা হয়, বিক্রম সাইনি বলেছেন, যেহেতু ভারতের নাম হিন্দুস্তান, তাই এ থেকেই বুঝে নেয়া যায় যে, এই দেশটির মালিক শুধু হিন্দুরা।
তিনি আরো বলেন, জাতিগোষ্ঠীর পরিচয়ের বাইরে এখন প্রত্যেকেই ভারতে সুবিধা ভোগ করছে। তিনি ভারতে ক্ষমতাসীন বিগত সরকারের সমালোচনা করেন। দৃশ্যত মনমোহন সিংকে লক্ষ্য করে বলেন, সবচেয়ে বেশি দাড়িওয়ালারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। সোমবার মুজাফফরনগরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন বলে বলা হয়েছে রিপোর্টে। তিনি আরো বলেন, কিছু অপদার্থ মানুষ একদা ভারত ছাড়তে চাওয়া মুসলিমদের থামিয়ে দেয়। এ কারণেই আমরা এখন সমস্যায় ভুগছি। তারা (মুসলিমরা) ভারত ছাড়লেই পুরো ভারত আসবে আমাদের মালিকানায়। তার এমন মন্তব্যে ভারতে ক্ষমতাসীন বিজেপি ডাবল বিব্রতকর অবস্থায় পড়লো। কারণ, এই দলেরই একজন এমপি এর আগে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীতে প্রেষণে থাকা সদস্যদের মরে যাওয়াই উচিত। জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে স¤প্রতি সন্ত্রাসী হামলা হয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিজেপি দলীয় এমপি নেপাল সিং বলেন, এমন কোনো দেশ নেই যেখানে সেনা সদস্যরা মারা যায় না। প্রতিদিনই তারা সেনাবাহিনীতে মারা যাবে। এমন একটি দেশের নাম আমাকে বলুন যেখানে সেনা সদস্যরা মারা যায় না। সন্ত্রাসী হামলায় সেনা সদস্যদের মারা যাওয়ার ইস্যু তুলে তিনি আরো হতাশ করে দেন সবাইকে। বলেন, যখন কোনো গ্রামে গন্ডগোল লাগে তখন কেউ না কেউ বা কয়েকজন আহত হয়। এমন কোনো দাওয়াইয়ের নাম বলুন আমাকে যা দিয়ে জীবন বাঁচানো যায়। তার এমন সব মন্তব্যকে কেন্দ্র করে চারদিকে ব্যাপক সমালোচনা। এর ধার না কমতেই নতুন করে স্পর্শকাতর হিন্দু-মুসলিম ইস্যুতে কথা বললেন বিক্রম সাইনি।



 

Show all comments
  • Rafiq ৩ জানুয়ারি, ২০১৮, ১০:১২ এএম says : 1
    হিন্দু নয় আগে মানুষ হও
    Total Reply(0) Reply
  • ৩ জানুয়ারি, ২০১৮, ৬:৪৯ পিএম says : 0
    Indea jonmo theke muslimder obodan
    Total Reply(0) Reply
  • Aziz Hasan ৩ জানুয়ারি, ২০১৮, ৮:৪৪ পিএম says : 0
    মুসলিমদের কারণে হিন্দুরা কোন কোন ক্ষেত্রে সমস্যায় পড়ছে তা point out করে দেখাক। বরঞ্চ হিন্দুরাই মুসলমানদের সমস্যা করছে অনেক ক্ষেত্রে এটা বন্ধ করলেই সমস্যা দূরিভূত হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ