Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের ফেভারিট বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

একাধিকবার ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ। জেতার কাছাকাছি গিয়েও হারিয়েছে পথ। কাপ জিততে না পারার সেসব আক্ষেপ এবার ঘোচানোর সুযোগ ঘরের মাঠে। সে লক্ষ্যে আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ৫ দিন আগে। তবে চুলের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘ফ্যাসাদে’ পড়া তামিম ইকবাল শুরুতে যোগ দিতে পারেননি। বছরের শেষ দিনে অনুশীলনে এসে খানিকক্ষণ করেছেন ব্যাটিং। তারই ফাঁকে সংবাদমাধ্যমের মধ্যমনি নতুন ‘হেয়ার স্টাইল’ ওয়ালা ড্যাশিং এই ওপেনার। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটা আকর্ষণীয় হলেও দিন শেষে নিজেদেরই ফেভারিট ভাবছেন মারমুখি বাঁহাতি ব্যাটসম্যান।
২০১৭ সালে ওয়ানডেতে দলের হয়ে সবচেয়ে বেশি রান তামিমেরই। সাদা পোশাকেও সেরা পাঁচে ছিলেন কিন্তু মেটাতে পারেননি চাহিদা। আসছে বছর আত্মনিবেদন দিয়ে পুষিয়ে দিতে চান সব, ‘২০১৭ সালটা আমার জন্য ভালো ছিলো। বিশেষ করে ওয়ানডেতে। চেষ্টা থাকবে এটাকে আরো দীর্ঘ করার। সামনের সিরিজগুলোতেও একই মানসকিতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করবো আরো ভালো করতে।’ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষই ছন্দে নেই। টাইগার ওপেনার তবু দিলেন একটি আকর্ষণীয় সিরিজের পূর্বাভাস, ‘আমার কাছে মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে। অন্য যে দুইটা দল আছে, দুদলই ভালো। শ্রীলঙ্কা ভালো দল। এ ছাড়া জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে।’ প্রতিপক্ষকে ফুলমার্কস দিলেও তামিম নিজেদেরই রাখছেন উপরে। ত্রিদেশীয় টুর্নামেন্টে জেতার সবচেয়ে বড় দাবিদার হওয়া উচিত স্বাগতিকদেরই, ‘বিশেষ করে দেশের মাটিতে। আমাদের আসলে ফেভারিট হওয়া উচিত।’
প্রধান কোচ না থাকায় দলে সিনিয়রদের উপরই দায়িত্ব বেশি। সেই দায়ভারটা সিনিয়র ক্রিকেটারদের ভালোই জানা আছে। তরুণদেরও এগিয়ে আসার আশা তামিমের, ‘দেখেন এটা আসলে বলার তো দরকার নেই। আমরা এটা নিজেরাও বুঝি। আমরা চার পাঁচজন আছি, যারা ১০-১২ বছর ধরে খেলছি। সব মিলিয়ে ২০০-এর উপরে ম্যাচ খেলেছি। তাদের অবশ্যই দায়িত্ব আছে। যারা তরুণ তারাও দারুণ উপযুক্ত। যারা সিনিয়র আছে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত আছে।’
প্রতিপক্ষ দুদলের কোচই ছিলেন বাংলাদেশের ডেরায়। চÐিকা হাতুরুসিংহে আর হিথ স্ট্রিক দুজনের টাইগারদের নাড়ি নক্ষত্র জানেন। তবে এই সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে যতটা না চোখ রাঙাচ্ছে, তার চেয়েও যেন বেশি করে দৃশ্যপটে থাকছেন সদ্যবিদায়ী কোচ হাতুরুসিংহে। গত চার বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ যে এবার উল্টো বাংলাদেশেরই ‘শত্রু’ শিবিরের রণকৌশল নির্ধারক! তবে তা নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন তামিম, ‘এটা নিয়ে যদি ভাবি, তাহলে এটা হয়তো একটা বড় ব্যাপার। তারা তিন-চার বছর বাংলাদেশে ছিলো। তবে আমরা যদি না ভাবি, আমার মনে হয় না এটা কোনো বড় ব্যাপার। কারণ দিন শেষে আপনি পরিকল্পনা দিতে পারেন, কিন্তু মাঠে তা প্রয়োগ না করতে পারলে তাতে কোনো লাভ নেই। তা কাজে আসবে না।’
সাবেক গুরুর প্রতি শুভকামনাই থাকছে তামিমের। হাথুরুর চার বছর সময়ের ভালো জিনিসগুলোকেই তিনি ধর্তব্যে নিতে চান, ‘চার বছর তিনি বাংলাদেশের সঙ্গে ছিলেন। অবশ্যই তিনি আমাদের জন্য ভালো কিছু করেছেন। এই কৃতিত্ব দিতেই হবে। ব্যক্তিগত পর্যায়েও তিনি ভালো কিছু করেছেন। তিনি এখন শ্রীলঙ্কার কোচ। তাঁর জন্য শুভকামনা।’
যেতে যেতে জানিয়ে রাখলেন, তাদের গোমরও কিন্তু বাংলাদেশ জানে!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ