বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু সেতুতে ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এতে সেতুর দু'পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ভোরে ৩ ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে পরপর ১০ গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের কারণে সেতুর দু'পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সেতু থেকে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।