Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্ত পূরণ না করা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটির সমাবর্তনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারে নাই। এভাবে আপনারা আর বেশিদিন চলতে পারবেন না। যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ তৈরি না করে মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, নানাভাবে চাপ দিয়েও তাদের শর্ত মানতে আগ্রহী করা যায়নি এখন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রেসিডেন্ট আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যয় সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় নির্ধারণের সময় যেন দেশের মানুষের সক্ষমতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিকে সংখ্যানুপাতে ছাত্রীদের এগিয়ে থাকার ধারাবাহিকতায় উচ্চশিক্ষাতেও নারীদের সম উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন নাহিদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যায় সমতা আনা সম্ভব হবে। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রযুক্তি নির্ভর ডিজিটাল এ বিশ্ববিদ্যালয় হবে ভবিষ্যতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল। শুধু উচ্চশিক্ষা নয় এ বিশ্ববিদ্যালয় গবেষণায়ও অসামান্য অবদান রাখছে। এ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা ভাল করছেন, দেশের জন্য কাজ করছেন, তারা অবশ্যই অনুকরণীয় হবেন এবং সরকার তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।
এ সমাবর্তনে বাংলাদেশ ইউনিভার্সিটির ১০ বিভাগের ৪ হাজার ৮০৪ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়; তাদের মধ্যে একজন পেয়েছেন চ্যান্সেলর স্বর্ণপদক, একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি কাজী আজহার আলী স্বর্ণপদক, একজন বিদেশি শিক্ষার্থীসহ ৪ জনকে ভিসি স্বর্ণপদক এবং ১৩ জনকে ডিনস পদক দেওয়া হয়। সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সমাবর্তন বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। স্বাগত বক্তব্য দেন ভিসি প্রফেসর আনোয়ারুল হক শরীফ, বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জামিল আজহার, ধন্যবাদ জ্ঞাপন করেন বোর্ড অব ট্রাস্টির ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ