Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে ফ্যাক্টর হবে জাতীয় পার্টি -এরশাদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ৪:২৫ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ২৮ ডিসেম্বর, ২০১৭

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হবে জানিয়ে পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচনে আমরা ভাল ফল করবো। কারও সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব কিনা তা বলার এখনও সময় আসেনি। তবে এককভাবে নির্বাচন করার সকল প্রস্তুতি জাতীয় পার্টির রয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লুতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন সাবেক প্রেসিডেন্ট এরশাদ। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ দেশে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে বলেন, বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। হতাশাগ্রস্ত বেকার যুবকদের অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। দেশে কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে তড়িৎ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।
আগামী নির্বাচন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনে সবাই অংশ নেবে। এসময় জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মাহমুদুল ইসলাম চৌধুরী, মেহেজাবীন মোর্শেদ এমপি, মোর্শেদ মুরাদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। একটি ব্যাংকের বার্ষিক সভা ও কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম আসেন এরশাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ