Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলের নিবন্ধন ছাড়াই মেয়র প্রার্থী ঘোষণা ববি হাজ্জাজের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ৩:২৬ পিএম

দলের নিবন্ধন নেই, তারপরও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে ব্যান্ড মাইলসের সদস্য শাফিন আহমেদকে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
এনডিএম দলের সঙ্গে বছর খানেক আগে যুক্ত হন শাফিন আহমেদ।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।
এনডিএম নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নয়। এ ব্যাপারে ববি হাজ্জাজ বলেন, দলটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে। এর মধ্যে এনডিএম দল হিসেবে যদি নির্বাচন কমিশনের নিবন্ধন না পায়, এ ক্ষেত্রে শাফিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ