Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রথমবারের মতো সাফ শিরোপা জয় করে দেশের ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কিশোরীরা। তাদের সাফল্যে উচ্ছ¡সিত গোটা দেশ। এই উচ্ছ¡াসে গা ভাসিয়ে দিয়েছেন স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও। কিশোরীদের সাফল্য তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি মেয়েদের ফুটবলকে গুরুত্ব দিয়ে তাদের নিয়ে চার বছরের পরিকল্পনা গ্রহণ করেছেন। যার ঘোষণা গতকাল নিজেই দিলেন সালাউদ্দিন। সাফ শিরোপা জয়ী কিশোরী দলের সঙ্গে কাল বাফুফে ভবনে দেখা করেন সভাপতি। এ সময় তিনি বাংলাদেশের ক্ষুদে নারী ফুটবল দলের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তাদের সাফল্যে দলের প্রত্যেক সদস্যকে অর্থ পুরষ্কার দেয়ার ঘোষণাও দেন তিনি। এর আগে রোববার ফাইনাল শেষে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি দলকে ছয়হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথমবারের মতো সাফ জয়ী কিশোরী দলকে শুধু অর্থ পুরস্কার দিয়েই থেমে থাকবে না বাফুফে। তাদেরকে দেয়া হবে বিরল সংবর্ধনাও।
এক দিন আগে জেতা ট্রফিটি কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দেন অনূর্ধ্ব-১৫ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা। দুই পাশে তখন দলের অন্য ফুটবলারদের হাততালিতে মুখরিত হয়ে ওঠে বাফুফে ভবনের সভাকক্ষ। সভাপতির ইশারায় মেয়েরা দৌড়ে এসে তার সঙ্গে ছবি তুলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলো। এসময় সালাউদ্দিন বলেন,‘বাফুফের পাশাপাশি আমি সাফের সভাপতি। আগের বিকালে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ায় এখন মনে হচ্ছে, সাফ সভাপতি হওয়াটা আমার স্বার্থক হয়েছে। মেয়েদের ওপর আমার আতœবিশ্বাস ছিল,ওরা পেরেছে।’ সভাপতির কথা শেষে কিশোরী দলের অধিনায়ক মারিয়া মান্ডা তাকে উদ্দেশ্য করে বলেন,‘স্যার, আপনাকে আমরা কথা দিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম ট্রফি আপনার হাতে তুলে দেবো। আমরা পেরেছি। আপনি আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। সে জন্য আপনাকে ধন্যবাদ।’ সালাউদ্দিন মেয়েদের বললেন, ‘যে ট্রফি আজ (কাল) তোমরা আমাকে দিলে, সেটা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেব।’
মিডিয়ার প্রশ্ন ছিল বাফুফে সভাপতির কাছে, এক সপ্তাহের টুর্নামেন্টে চার ম্যাচ জিতে সেরার মুকুট ছিনিয়ে এনেছে কিশোরীরা। এরপর কি হবে? সালাউদ্দিনের উত্তর, ‘একটা অধ্যায় শেষে নতুন দিন শুরু হয়। আমাদেরও তাই হয়েছে। আমি মেয়েদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে ধন্যবাদটা বেশি ফুটবলারদেরই দেবো। ওরা মাঠে খেলেছে। ৯০ মিনিটের চারটি ম্যাচ জিতে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তবে ওই ৯০ মিনিটের জন্য তাদের কষ্ট করতে হয়েছে বছরের পর বছর। কষ্টটা কেমন তা আমি জানি। কারণ, আমিও এ জীবন পেরিয়ে এসেছি। ১৬ বছর ফুটবল খেলেছি। সবাইকে বলবো, প্রচারের আলোতে যেন মেয়েদেরই রাখা হয়।’ সালাউদ্দিন আরও বলেন.‘ওদের নিয়ে চার বছরের পরিকল্পনা রয়েছে আমাদের। আমার চোখ ২০২০ ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। আমাদের মেয়েদের অনূর্ধ্ব-১৬ দল এশিয়ার সেরা আটের মধ্যে আসতে পেরেছে। তাহলে কেন তারা সেরা তিনে আসবে না? আমরা সে লক্ষ্য নিয়েই পরিকল্পনা সাজিয়েছি। ১০ জানুয়ারি মেয়েরা আবার ক্যাম্পে ফিরবে। এই ২৩ জনের সঙ্গে যোগ হবে আরো ২৭ জন। ৫০জন মেয়েকে নিয়ে আমরা টানা চার বছর ক্যাম্প চালাবো। বছর ব্যাপী প্রশিক্ষণ করানো হবে। প্রতি বারো মাসে মেয়েদের বিদেশে ১০ থেকে ১৫টি ম্যাচ খেলাতে চাই আমরা। ’
তিনি যোগ করেন,‘চার বছরের জন্য টানা ক্যাম্প চালাতে তিন কোটি করে মোট ১২ কোটি টাকা প্রয়োজন পড়বে আমাদের। আমি এখন এই টাকা সংগ্রেহের চেষ্টায় আছি। জানি একা এটা পারব না। তাই সরকার ও কর্পোরেট হাউসগুলোকে এগিয়ে আসতে আহবান জানাচ্ছি। এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আমার কথা হয়েছে। তবে চার বছরে ১২ কোটি টাকার সংস্থানের জন্য আমরা জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবো।’ আগামী বছর ব্যস্ত সূচী মহিলা ফুটবলাদের। এএফসি অ-১৬ বাছাই, সাফ অ-১৮, এএফসি অ-১৯ বাছাই রয়েছে। বাফুফের পরিকল্পনা রয়েছে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার। এটি অবশ্য নির্ভর করছে অর্থ সংস্থানের উপর।
দু’বছরে বয়স ভিত্তিক মহিলা দল দেশকে তিনটি চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছে। কিন্তু দেশের ফুটবল সংস্থা তাদেরকে তেমন কিছুই দিতে পারছে না। তবে এবার কিছুটা হলেও স্বচ্ছ¡ল হতে পারবে বাংলাদেশের মহিলা ফুটবলাররা। বিষয়টি পরিষ্কার করেন সালাউদ্দিন,‘ আমি মেয়েদের মাসিক বেতনের আওয়াতায় নিয়ে আসতে চাই, যাতে তারা স্বচ্ছল থেকে খেলা চালিয়ে যেতে পারে।’ বাফুফে সভাপতি কিশোরীদের দশ দিনের ছুটি দিয়ে বলেন, ‘তোমরা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আসো। ১০ জানুয়ারি ক্যাম্পে ফিরবে। ফেরার পর তোমাদের সংবর্ধনা ও আর্থিক পুরষ্কার যেটা প্রাপ্য সেটা পাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ