Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা দেয়ার জন্য ট্রেনিং দিচ্ছে -পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলবের চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৬:১৩ পিএম

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম বলেছেন সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা দেয়ার জন্য ট্রেনিং দিচ্ছে।সব মিলিয়ে এই সরকার শিক্ষার উন্নয়নে ব্যপক কাজ করে যাচ্ছে।

২১ জানুয়ারী (শনিবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন করাই তাদের কাজ। দলটি অনেক পুরনো এবং বড়দল তাই দলে ছোটখাটো বিভেদ থাকলেও দলের বৃহৎ স্বার্থে তারা সময় মতো ঐক্যবদ্ধ হবে এটা আমার বিশ্বাস।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল।

অনুষ্টানে প্রধান বক্তবার বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসীন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্নেল সালাউল্লাহ খান, ড.ইব্রাহিম খলিল সেরাজল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, এএসপি ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্মসচিব আতাউর রহমান খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজী ইলিয়াছুর রহমান, ক্যপ্টেন(আবঃ)আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাশার, এড. ইসমাইল হোসেন, সোহেল সরকার, গোলাম জিলানী চৌধুরী টিপু, এড. জসিম উদ্দিন, ওয়াসিম আকরাম তুষার, মানসুর আহমেদ, ডা. আবু সাইদ প্রমূখ।

অনুষ্ঠানের উদ্বোধক বিচারপতি জাহিদ সারওয়ার কাজল বলেন, লেখাপড়া করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষের মতো মানুষ হতে হলে আমাদেরকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। কেননা, লেখাপড়ার কোন বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ