Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিখোঁজের চার মাস পর গ্রেফতার আমিনুর রহমান চারদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের আদেশ দেন।
গত শুক্রবার শাহজাদপুর এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর শনিবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আমিনুর রহমান গত আগস্ট মাসের শেষের দিকে নিখোঁজ হন। আর মামলাটি তিন বছর আগের মামলা। এ অবস্থায় কী হিসাবে রিমান্ড চায় পুলিশ। এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। আমরা তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করছি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে ‘নিখোঁজ’ হন তিনি। তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ ছিল। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুর রহমানের পরিবার।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রæয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মিছিলসহ মানুষ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সেখানে বোমা নিক্ষেপ করেন।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



 

Show all comments
  • মাহমুদ ২৪ ডিসেম্বর, ২০১৭, ৩:১৯ এএম says : 1
    কিছু বলার নাই
    Total Reply(0) Reply
  • Abdul Matin ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, এভাবে সবাই ফিরে আসুক, যারা গুম হয় তাদের পরিবার জানে কত কস্ট।
    Total Reply(0) Reply
  • MD Nuruzzaman ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৩ এএম says : 0
    সরকারের দূর্নাম করতে ই যে এই গুম নাটক চলছে ,,,,, কল্যানপার্টির মহাসচিবের গ্রেফতার ই এর প্রমান!
    Total Reply(0) Reply
  • Md Mostafizur Rahman Fizar ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৬ এএম says : 0
    কী হচ্ছে দেশটাতে ?
    Total Reply(0) Reply
  • Mir Md Sopnil ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৬ এএম says : 0
    গু‌মের না‌টের গুরু‌দের আট‌কের ঘটনা শু‌নিনা কেন ?
    Total Reply(0) Reply
  • Omar Faruk ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৮ এএম says : 0
    আরমান, আযমীরা কবে ফিরে আসবে...???
    Total Reply(0) Reply
  • Prapon ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৯ এএম says : 0
    হঠাৎ করেই সব নিঁখোজরা সুড়সুড় করে বের হয়ে আসছে ব্যাপার কি ?
    Total Reply(0) Reply
  • Abu Rashed ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৩ এএম says : 0
    ইলিয়াছ কি অাসবে??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ডে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ