Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার বখশীবাজারের আদালতে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মাজারের সামনে আসলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের হতে চান। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ওপর লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। অপরদিকে বিকেল পৌনে ৪টার দিকে চাঁনখারপুলের পাশ ঘেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মহিলা নেত্রীদের ওপরও চড়াও হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বকশিবাজারের অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের অনেকেই হাইকোর্ট মাজারের ভেতরে অবস্থান নেন। বিকাল সোয়া ৪টার দিকে গাড়িবহর মাজার মোড় অতিক্রম করার সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত একযোগে বাধা ডিঙিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। ব্যারিকেড ভাঙতে গিয়েই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ পরিস্থিতি ছিল প্রায় ১০ মিনিট ধরে।
ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, হাইকোর্ট থেকে খালেদা জিয়া বের হওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটকের বিষয়টি এখনও বলা যাচ্ছে না।
খালেদা জিয়ার গাড়িবহরে থাকা ছাত্রদলের একজন নেতা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তারা মৎস্য ভবন অতিক্রম করছিলেন। তবে বিএনপি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনও পক্ষই আহত বা আটকের তথ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি।
সংশ্লিষ্টরা আরো জানান,প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও রাজধানীন মৎস্যভবন, হাইকোর্ট, দোয়েল চত্বর, চাঁনখারপুল এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল তৃতীয় দিনের মতো পুরান ঢাকার বখশীবাজারে আলীয় মাদরাসার মাঠে স্থাপিত আদালতে যান বেগম জিয়া। তার আদালতে হাজিরাকে কেন্দ্র করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আদালতের আশপাশে অবস্থান নেন। সকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকলেও গত দুদিনের মতো গতকাল বিএনপি নেতাকর্মীদের আটক করেনি।
ছাত্রদল নেত্রী আরিফা সুলতানা রুমা জানান, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেন। তবে হঠাৎ করেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর চড়াও হন। দোয়েল চত্বর এলাকা থেকে চাঁনখারপুল পর্যন্ত ব্যারিকেট তৈরি করতে চাইলে নেত্রীদের প্রতিবাদের মুখে একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।



 

Show all comments
  • রশিদ ২২ ডিসেম্বর, ২০১৭, ৪:৫৩ এএম says : 0
    বেশি বাড়াবাড়ি করা ভালো না
    Total Reply(0) Reply
  • rahmat ২৩ ডিসেম্বর, ২০১৭, ১:৩২ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ