Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনভর অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দীর্ঘ যানজট : যাত্রীদের ভোগান্তি : সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
ফেনী জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : দিনভর অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফেনীর ওভার ব্রীজ ও পতেহপুর রেলক্রসিং এর ফ্লাই ওভারের নির্মাণের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট ফেনী ছেড়ে ছুয়ে গেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও চট্টগ্রামের মীরসরাই পর্যন্ত। একদিকে সড়ক দুর্ঘটনা অপদিকে ঘন কুয়াশা আর অন্যদিকে ফ্লাই ওভারের নির্মাণের কারণে এই যানজট দিনভর যাবত চলতে থাকে। বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত যানজট ছিল। মাত্র ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ৯-১০ ঘণ্টা। দীর্ঘ যানজটের নাকালে পরে ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্তের যাত্রীরা। বিশেষ করে এই ভোগান্তিতে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
একদিকে ফেনী ফ্লাইওভার ও ওভার ব্রীজের কারণে যানজট তার উপর চৌদ্দগ্রামে একটি সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা যানজটের কবলে পড়তে হয়েছে দূর-দূরান্তের যাত্রীদের। দুর্ঘটনায় এক চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা রাস্তার মাথায় দুর্ঘটনার পর সড়কে যানজটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটায় মহাসড়কের গাংরা রাস্তার মাথায় চট্টগ্রামমুখী হাঁসবাহী পিকআপকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র রুবেল হোসেন (৩২) নিহত হন। এসময় আহত হন পিকআপের হেলপার তাড়াইলের কৌলা গ্রামের ইস্রাফিলের পুত্র আবুল কালাম (৩০) ও হাঁসের মালিক নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোঘাটার সফর আলীর পুত্র সবুজ (২৮)। দুর্ঘটনাটির কারণে মহাসড়কের বারইয়ার হাট থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যাত্রী ও মালবাহী গাড়ি। ফলে ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের শিশু, নারী-পুরুষসহ অসংখ্য মানুষকে। বেশি দুর্ভোগ ভোগ করতে হয় এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাদের স্বজনদের।
অপরদিকে ফেনীর মহিপালে ওভারব্রিজ ও মহাড়কের ফতেহপুর রেললাইনের উপর নির্মিত ফ্লাইওভারের কাজের কারণে নিয়মিতই মহাসড়কের এ অংশ পার হতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। এ সময় রাস্তার দু’পাশে গাড়ি সারিবদ্ধ হয়ে দীর্ঘসময় এক স্থানেই দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা।
বেলা ১২টায় মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার পার হওয়ার সময় এক লরি চালক জানান, ফেনী মহিপাল থেকে এ পর্যন্ত আসতে দীর্ঘ ৫ ঘন্টা সময় লেগেছে। চৌদ্দগ্রাম থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক লাশ ও গাড়িটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসি। তখন সড়কে যানজট ছিল না।
অপরদিকে মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আশিকুর রহমান জানান, ফেনীর ফতেহপুর রেললাইনের উপর নির্মানাধীন ফ্লাইওভার ও মহিপালের ওভাব্রিজের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসড়ক

২৮ ডিসেম্বর, ২০২২
২১ ডিসেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ