Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে থেকেই ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা তিন জয় পেয়ে তালিকার শীর্ষে থেকেই ফাইনালে খেলছে স্বাগতিক বাংলাদেশ। লিগ পদ্ধতিতে নিজেদের শেষ ম্যাচেও শক্তিশালী ভারতের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। গতকাল সকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারায় ভারতকে। বিজয়ীদের হয়ে ফরোয়ার্ড আনুচিং মগিনি, মনিকা চাকমা ও ডিফেন্ডার শামসুন্নাহার একটি করে গোল করেন।
ফাইনালের লাইনআপ নির্ধারণ হয়েছে আগেই। তবে লিগে সেরা হওয়ার হাতছানি ছিল। সেটা করে দেখালো বাংলাদেশের কিশোরীরা। বলা যায় ভারতকে বিধ্বস্ত করেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে নিল লাল-সবুজের মেয়েরা। পাঁচ দিনের ব্যবধানে কাল টানা তৃতীয় ম্যাচ খেলতে নেমে জ্বলে উঠলেন বাংলাদেশের মনিকা, মারিয়া,আখিঁরা। ভারতকে সামনে পেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল তাদের। ম্যাচের শুরু থেকেই ভারকে চাপে রেখে খেলতে থাকে মারিয়া বাহিনী। তবে গোল পেতে প্রায় আধঘন্টা অপেক্ষায় থাকতে হয় স্বাগতিক দলকে। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল পায় স্বাগতিকরা। এসময় মনিকা চাকমার কর্ণার থেকে হেডে গোল করেন সাজেদার বদলি হিসেবে খেলতে নামা আনুচিং মগিনি (১-০)। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। এসময় নিজেদের সীমানায় মিডফিল্ডার শামসুন্নাহারকে অবৈধভাবে বাধা দেন ভারতের পাকপি দেবি। শ্রীলঙ্কার রেফারি লোশানী কাদাংগদা পেনাল্টির বাঁশি বাঁজান। ডিফেন্ডার শামসুন্নাহার দ্বিতীয় গোল করে (২-০)। তবে ৩৪ মিনিটে ফাকা বার পেয়েও আনুচিং মগিনির নেয়া শটের বল বাইরে গেলে প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধেও গোলক্ষুধা কমেনি বাংলাদেশের। বরং এই অর্ধে আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকেন আখি খাতুনরা। ম্যাচের ৫৪ মিনিটে ভারতের জালে তৃতীয়বার বল পাঠায় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন মনিকা চাকমা (৩-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,‘আমাদের ফিটনেসের কাছেই হেরে গেছে ভারত। ফাইনালেও আমরাই ফেবারিট। মেয়েরা পুরো ৯০ মিনিটই ভালো খেলেছে। কখনো তাদের খেলায় কোন খামতি ছিল না। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা শামসুন্নাহারকে মনেই হয়নি সে প্রথম খেলতে নেমেছে। ঋতুপর্ণাও দুর্দান্ত খেলেছে। আমার মনে হয় আগের দু’ম্যাচের চেয়ে এটাই সেরা খেলা আমাদের।’ আগামী রোববার দুপুর দু’টায় ভারতের বিপক্ষে ফাইনালে শিরোপার জন্য লড়বে স্বাগতিক বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ