Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান

সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদেরকে স্ব-ইচ্ছার ভিত্তিতে ও সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটি মনে করছে, এখনই রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সঠিক সময় নয়। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্ট রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানান। নোয়ার্ট বলেন, ‘এখনই পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে আছে বলে আমরা মনে করি না। দুর্ভাগ্যজনকভাবে, আমি মনে করি এখনই তাদের জন্য বাড়ি ফেরার যথার্থ সময় নয়।’ তবে যুক্তরাষ্ট্র এই ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নোয়ার্ট বলেন, ‘প্রত্যাবাসন পরিকল্পনা নিয়ে বলব, আমরা পরিকল্পনাটি দেখতে চাই। আমরা পরিকল্পনাটি ধারণা আকারে শুনেছি। কিন্তু পরিকল্পনাটির ক্ষেত্রে একটি বিষয় জরুরি; তাহল স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।’ স্বেচ্ছাভিত্তিক প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য শরণার্থীদের জোর করা যাবে না। তাদেরকে নিরাপদ বোধ করতে হবে এবং তাদের বাড়ি ফেরার প্রস্তুতি থাকতে হবে।’ মার্কিন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ধীরে ধীরে রোহিঙ্গা শরণার্থীরা নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারবে। কেবল আগস্টেই ৬ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হয়েছে উল্লেখ করে নোয়ার্ট বলেন, ‘এখনতো ডিসেম্বর’। রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ