Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীসহ সারাদেশে বিজয় উদযাপিত

বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পুস্পার্ঘ্য অর্পণ
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র সমুন্নত রাখা, সব যুুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত, জঙ্গির অর্থায়ন বন্ধসহ জামায়াত নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া এবং ক্ষুধা-দারিদ্র্য-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক স্বনির্ভর সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতি গতকাল শনিবার পালন করল মহান ও গৌরবের ৪৬তম বার্ষিকী বিজয় দিবস। ভালবাসা আর অহংকারের প্রতীক জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় কৃতজ্ঞ জাতি স্মরণ করলো বীর মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ।
শীতের কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে সর্বস্তরের মানুষ ভোর থেকেই সাভারে স্মৃতিসৌধের বাইরে ও আশপাশের মহাসড়ক এলাকা এবং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে সমবেত হতে থাকে। ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নেমেছিল জনতার এই ঢল। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ভোর ৬টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিস্তম্ভের বেদিতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ও এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এনামুল হক শামীম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধস্থল ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দিলে সাধারণ মানুষের ঢল নামে।
দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিজয় উল্লাসে শনিবার জাতীয় স্মৃতিসৌধ চত্বর মুখর ছিলো বিভিন্ন বয়সী মানুষের পদচারণায়। স্বাধীনতাবিরোধী শক্তির ধ্বংসাত্মক, নৈরাজ্যকর কর্মকান্ড প্রতিহত করতে নানা শ্লোগান, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বেজে চলছিল বিরামহীনভাবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা জনতার এই ঢল অব্যাহত থাকে দুপুর পর্যন্ত।
একে একে বেদীতে শ্রদ্ধা জানায় কেন্দ্র্রীয় ১৪-দল, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানায়।
এ ছাড়া আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ, জাতীয় পার্টি (জেপি), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও প্রজন্ম মঞ্চ, জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনসহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের শিক্ষক-শিক্ষার্থীরাও স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড এবং মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় প্রেসক্লাবে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, গতকাল বিকালে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে মহান বিজয় দিবসে শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন এই দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সড়ক জুড়েই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে মানুষের ঢল নামে ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে রাজারবাগ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কেএম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা হয়। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা ও রঙ-বেরঙের পতাকায় সাজানো হয়। শহীদদের আত্মার শান্তি, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোয় উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
কুড়িগ্রাম জেলার উলিপুরের থেতরাই আব্দুল জব্বার কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও র‌্যালির আয়োজন করা হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও কাউন্সিলররা, আওয়ামী লীগের, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ মিনারের পাদদেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার, দারুল উলুম আলিয়া মাদরাসায়, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলে জাতীয় পতাকা উত্তোলন ও বরিশাল পুলিস লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীতেও যথাযথ মর্জাদার সাথে বিজয় দিবস পালনের খবর পাওয়া গেছে।
রাজশাহী ব্যুরো জানায়, নগরীর ভূবনমোহন পার্ক শহীদ মিনার, রাজশাহী কলেজ শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণের মধ্যদিয়েই বিজয় দিবস পালন করা হয়।
ময়মনসিংহ ব্যুরো জানায়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিন¤্র শ্রদ্ধা নিবেদনে লোকারণ্য হয়ে উঠে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। বিজয় দিবসে আনুষ্ঠানিকতার শুরুতেই স্বাধীনতার জন্য আতেœাৎস্বর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
বেনাপোল অফিস জানায়, বকাস্টমস, বন্দর, পুলিশ, বিজিবি, আওয়ামীলীগ, বিএনপি, প্রেস ক্লাব বেনাপোল, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন ও ফুল’র ডালি নিয়ে স্মৃতি সৌধে পুস্পাঞ্জলি অর্পণ করেন।
ঢাকা বিশ^বিদ্যালয় রিপোর্টার জানান, বিজয়ের প্রথম প্রহরেই টিএসসিতে ফানুস উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
জাবি রিপোর্টার জানান, বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রাবি রিপোর্টার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইবি রিপোর্টার জানান, বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।
ল²ীপুর সংবাদদাতা জানান, ল²ীপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। স্থানীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।
চাঁদপুর জেলা সংবাদদাতা জানান, চাঁদপুরে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবধর্না, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, ফরিদপুর প্রেসক্লাব বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণ করা হয়।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদাও ভাবগম্ভির পরিবেশের মধ্য দিয়ে মাগুরায় বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছেন।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বিজয় দিবস । মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক, পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনায় বিজয় দিবস পালিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামীলীগ, বিএনপিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনায় বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা বিএনপি, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসন, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয় বিজয় দিবস। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় উদ্যাপিত হয়েছে।
নীলফামারী সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পু®পস্তবক ও ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে ৪৬ তম বিজয় দিবস উদযাপিত হয়।
পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় বিজয় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে উত্তর সর্তা দরগাহ উচ্ছ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তি ও পূর্ণমিলনী পরিষদ ও ম্যানেজিং কমিটির যৌথ উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী বের করা হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা জানান, আড়াইহাজারে বিজয় দিবস উপলক্ষে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহ, বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে আ‘লীগের তিনটি গ্রæপ পৃথক, জাতীয় পার্টি, বিএনপি, জাসদসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে বিএপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্বাধীনতা মঞ্চে পুস্পস্তবক অর্পণ করেন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে কর্মসূচীর সূচনা করেন উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এদিকে ইসলামিক ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার উদ্যোগে দিনব্যাপি অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবসে লোহাগাড়া বিএনপি বিশাল র‌্যালীর আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ওইদিন চিত্রাংকন প্রতিযোগীতা, কুজকাওয়াজ, দৌড়সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, ৩১বার তোপধ্বধনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি সূচনা হয় । পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে নবনির্মিত স্মৃতিসৌধে প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ৩১বার তোপধনির ও কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবস পালন করে। এছাড়া কাপ্তাই ইসলামিক ফাইন্ডেশন আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
কয়রা(খুলনা) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে কয়রা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পাটি, কয়রা উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, লালমোহনে শহিদ মুক্তিযোদ্বাদের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্বাদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন, শান্তির পায়রা মুক্তকরনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক জোট, পৃথক-পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, দুপচাঁচিয়া উপজেলায় দেশের বিভিন্ন স্থানের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্মৃতি অ¤øানে পুস্পমাল্য অর্পন করা হয় ।
কচুয়া(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি সম্মান জানান।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, ৩১ বার তোপধ্বনী, শহীদ মিনার ও মুক্তির মঞ্চে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা জানান, নেছারাবাদে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
ফুলবাড়ী(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, সেনবাগ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যাগে মহান বিজয় পালিত হযেছে। মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ