Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার মদনে সংঘর্ষে নারীসহ আহত ২০

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ৩:০৯ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের দেওয়ান পাড়ার আসলামের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী খন্দকার পাড়ার বাসিরুনের ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের নিষ্পত্তি না হওয়ায় এ নিয়ে এলাকায় দুটি গ্রুপের সৃষ্টি হয়। আসলামের দলের রিকশাচালক বায়েজিদ বুধবার সকালে রিক্সা নিয়ে বাসিরুনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে বাসিরুনের পক্ষের রাহুল খান তাকে একা পেয়ে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে সকাল ১১টার দিকে দু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত আসলাম, আসাদুল, সেলিম, পালন, পারুল, আইনূল, সাদেককে পার্শ্ববর্তী উপজেলা তাড়াইল হাসপাতালে ও বাসিরুন শাহারু, কল্পনা আক্তার, পলাশ, রিমা, জিনু আক্তার, মাজিদ, আছাব খান, খায়রুলকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত আবুল কালাম খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী’র সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ