Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১০:১৮ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে ঘনকুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাতটার দিকে ঘনকুয়াশার কারণে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহণ ও রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হৃদয় পরিবহণ নামের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে তিনি হৃদয় ট্রাভেলসের হেল্পার ছিলেন। এছাড়াও আহত হন আরও অন্তত ২৫ জন। তাদের মধ্যে হাসপাতালে আনার পথে মারা যান আরও একজন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা এগিয়ে আসেন হতাহতদের উদ্ধার করতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একতা ট্রাভেলসের বাসটির আংশিক ক্ষতি হয়েছে। তবে হৃদয় পরিবহণ বাসটির অধিকাংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে ওই বাসেরই বেশি যাত্রী হতাহত হয়েছে। হৃদয় ট্রাভেলস বাসের চালক সাইফুল ইসলাম ও সুপারভাইজার মুকুল গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে গোদাগাড়ীর প্রেমতলি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে মুকুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হৃদয় বাসের সুপারভাইজার মুকুল জানান, সকাল ছয়টার দিকে রাজশাহী থেকে ছেড়ে হৃদয় বাসটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের সামনে বিপরীতমুখী একতা পরিবহণ ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধিয়ে দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ