Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা -বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচারের অভিযোগ এনে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর ওই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে দলটি। গত রোববার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে: জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
সভায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা নজীরবিহীন দ্রæততার সাথে নিষ্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। একইসঙ্গে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসাথে স¤প্রতি সারাদেশে বিনা অজুহাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় নিন্দা জানানো হয়। অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করা হয়। গ্রেফতার অভিযান বন্ধ করারও আহবান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশে গুম এবং খুন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি জাতীয় রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত, সাংবাদিক এবং সুশীল সমাজের কেউই গুম-খুন থেকে বাদ পড়ছে না। সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারী সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। অতি স¤প্রতি প্রথিতযশা শিক্ষক ড. আসিফ নজরুল এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সভায় অবিলম্বে এই ধরণের মিথ্যা মামলা দায়ের করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার নাগালে আনার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্যও দাবি জানানো হয়। ফের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সভায় বলা হয়, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল দলকে সমান সুযোগ প্রদান এবং নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনীকে মোতায়েন করতে হবে। পাশাপাশি আসন্ন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোশেন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি
স্থায়ী কমিটির সভায় চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেবলমাত্র রংপুর সিটি কর্পোরেশন ছাড়া সারাদেশে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, গুম-খুন ও নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ