Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দশ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর ঘোষণা করেছে বিএনপি। গতকাল (বুধবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচীর ঘোষণা দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখান থেকে ফিরে তিনি শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। বিজয় দিবসের পর দিন রাজধানীতে বিজয় র‌্যালি করা হবে। এসব কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এরআগে গতকাল সকাল ১১টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। আগামী ১৯ ডিসেম্বর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা হবে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পুস্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ১৭ ডিসেম্বর ঢাকায় একটি বিজয় র‌্যালি হবে। র‌্যালিতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচী প্রণয়ন ও পালন করবে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুরূপভাবে স্থানীয় সুবিধানুযায়ী মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতেও আলোকসজ্জা করার প্রস্তাব গৃহীত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধ:নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় উদ্যোগে আলোচনা সভা হবে। ঢাকায় ১৩ ডিসেম্বর মহানগর বিএনপির উদ্যোগে নাট্যমঞ্চে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবি মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। যৌথসভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গৃহিত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে।
সভার প্রস্তাবাবলী: যৌথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে ফেরার পথে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা, গ্রেফতার এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং অসংখ্য নেতাকর্মী পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। পাশাপাশি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার, কারান্তরীণ ও নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ন্যাক্কারজনক কর্মমান্ডের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারকে অবিলম্বে হিংসাশ্রয়ী কর্মকান্ড থেকে সরে আসার আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ