Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৭, ২:৩৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম (৬৫)। এলাকাবাসী ও গোদাগাড়ী থানার সূত্রে জানা যায় নিহিত তরিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট ফুলবাগান এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত কালু মিয়া।
রবিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার ঘুণ্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। । তিনি জানান, হাটে যাওয়ার জন্য কয়েকজন ব্যবসায়ী নসিমনে করে গরু নিয়ে যাচ্ছিলেন। পথে ঘুণ্টি এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুল মারা যান। আহত হন আরও কয়েকজন ব্যবসায়ী। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি।



 

Show all comments
  • আনিসুল হক ৩ ডিসেম্বর, ২০১৭, ৩:০৩ পিএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ