Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোবটের কারণে চাকরি যাবে ৮০ কোটি

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোবটের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৮০ কোটি মানুষ চাকরি হারাবে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিন্সে গেøাবাল ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৪৬টি দেশে ৮০০টি বিভিন্ন ধরনের পেশার লোকজনের ওপর পরিচালিত এ গবেষণায় দাবি করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট শ্রমশক্তির এক-পঞ্চমাংশ রোবটের কারণে প্রভাবিত হবে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে মেশিন অপারেটর ও খাদ্যকর্মীরা। প্রতিবেদন অনুসারে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলোর এক-তৃতীয়াংশকে নতুন চাকরি খুঁজতে হবে। তবে যেসব দরিদ্র দেশ রোবট অটোমেশনে বিনিয়োগ বেশি করতে পারবে না সেই দেশগুলো খুব বেশি প্রভাবিত হবে না। গবেষকের মতে, রোবট অটোমেশনের কারণে ভারতে মাত্র ৯ শতাংশ লোক চাকরি হারাবে। রোবটের কারণে মর্টগেজ ব্রোকার, প্যারালিগ্যাল, অ্যাকাউনটেন্ট ও ব্যাংকের অফিস কর্মীরাও ঝুঁকির মধ্যে রয়েছে। তবে নিম্ন মজুরির যেমন- মালি, রাজমিস্ত্রিদের উপর প্রভাব পড়বে সবচেয়ে কম। উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুরুত্ব বাড়বে কারণ কম শিক্ষার চাকরির সংখ্যা কমে আসবে। গবেষণায় বলা হয়েছে, ২০৩০ সালের যুক্তরাষ্ট্রেই ৩৯-৭০ মিলিয়ন মানুষ চাকরি হারাবে। তবে এর মধ্যে অন্তত ২০ মিলিয়ন মানুষ অন্য চাকরি বা খাতে স্থানান্তর হতে পারবে সহজেই। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবট

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ