মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করে বলেছেন, সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থানীয় সরকার গঠন করে দিচ্ছে। নেবেনজিয়া আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে দামেস্ক সরকারের সঙ্গে আলাপ না করে স্থানীয় সরকারগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট যা করছে তার সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা। আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের লক্ষ্যে সিরিয়া সরকারের অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। অন্যদিকে সিরিয়া সরকার বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার কথিত সন্ত্রাসী অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন জোট একদিকে সন্ত্রাসীদের দমনের দাবি করছে অন্যদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত বহুবার সিরিয়ার সরকারি সেনা অবস্থানের পাশাপাশি বেসামরিক অবস্থানে বোমাবর্ষণ করে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী তৎপরতা সত্তে¡ও সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত বুধবারের বৈঠকে রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়া আরো বলেছেন, সিরিয়ায় বর্তমানে যে পদ্ধতিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তুরস্ক ও জর্দানের মাধ্যমে সিরিয়ার সন্ত্রাসী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সাহায্য পাঠানো হচ্ছে এবং জঙ্গিরা পরে এই ত্রাণ চড়া মূল্যে সিরিয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করছে। জাতিসংঘের যে প্রস্তাবের মাধ্যমে এই পদ্ধতিতে ত্রাণ দেয়া হচ্ছে তার সমালোচনা করে নেবেনজিয়া বলেন, আগামী ১০ জানুয়ারি এই ম্যান্ডেট শেষ হলে প্রস্তাবটি বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় নবায়ন করতে দেয়া হবে না। আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।