প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশিক বন্ধু: বাপ্পী চৌধুরী ও সুস্মি রহমানকে জুটি করে এম সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় নির্মিত হয়েছে সিনো ‘আসমানী। সিনেমাটির এখন ডাবিং চলছে। বাপ্পী, সুস্মি ছাড়াও আরো অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীরসহ অনেকে। গান আছে ৫ টি। গাগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কালিকা প্রসাদ (দোহার ব্যান্ড), সুমি (চিরকুট ব্যান্ড), অšে¦ষা ও ইমরান। সংগীত পরচিালনায় রয়েছেন চিরকুট ব্যান্ড। পরিচালক বলেন, ‘প্রস্তুতির শেষ পর্যায়ে আছি। ডাবিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই মুক্তি দেবো। দর্শক নতুন বছরের আনন্দ ভাগাভাগি করবে, নতুন সিনেমা দিয়ে। পরিবারের সবাই মিলে সিনেমাটি উপভোগ করবেন। তিনি বলেন, আসমানী মৌলিক গল্পের শতভাগ বাংলা সিনেমা। কাহিনীটা এমনই যে বাস্তবতার সাতে মিলে যাবে, যা মানুষের জীবনে ঘটে যাওয়া স্মৃতি হাতড়ে বেড়াবে। আসমানী হৃদয়স্পর্শী একটি গল্প। বাপ্পী ও সুস্মি জুটি তাদের সেরাটা দিয়েছেন অভিনয়ে। দর্শক তাদের ভালোভাবে নেবেন বলে আশা করছি’। ঘাসফড়িংয়ের প্রযোজনায় নিউ লাইফ এর কারিগরি সহযোগিতায় আসমানী’র অডিও এবং ভিজ্যুয়াল সম্পাদনা করেছেন অহিদুজ্জামান দিপু। সিনেমাটির শূািটং হয়েছে গাইবান্ধা, টাংগাইল এবং ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে। আসমানী’র কাহিনী, চিএনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন এম সাখাওয়াৎ হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।