মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ার পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৩১ জনের প্রাণহানি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার ত্রিপোলির পূর্বাঞ্চলের গারাবুলি উপকূলের কাছে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে যায়। পাশেই ভাসমান শরণার্থীদের আরেকটি নৌকা উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। কোস্টগার্ড যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন একটি নৌকা পুরোপুরি ডুবে গেছে বলে জানান কোস্টগার্ডের এক কমান্ডার। তিনি বলেন, নৌকাটি ডুবে গিয়েছিল এবং যাত্রীরা সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। তারা সাঁতরে উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমরা সমুদ্র থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করতে সক্ষম হই। তারা ডুবে যাওয়া নৌকার ভাসমান বিভিন্ন জিনিস আঁকড়ে ধরে প্রাণ বাঁচায়। অন্য নৌকায় থাকা আরও ১৪০ জনকেও উদ্ধার করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।