মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব আফ্রিকার দেশ সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির অভিযোগ করেছেন, মার্কিন সরকার তার দেশকে পাঁচটি ভাগে বিভক্ত করতে চায়। রাশিয়া সফরে গিয়ে সুদানের নেতা গত শনিবার স্পুটনিক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র সুদানকে পাঁচ ভাগে ভাগ করতে চায় বলে আমাদের কাছে তথ্য আছে। এটি ঠেকাতে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। বশির বলেন, তার দেশ ওয়াশিংটনের পক্ষ থেকে ‘মারাত্মক চাপের’ মুখে রয়েছে। ইরাক, সিরিয়া ও ইয়েমেন পরিস্থিতির কথা উল্লেখ করে সুদানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আরব বিশ্বকে ‘ছারখার’ করে দিতে চায়। সুদানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে তার দেশকে দুর্বল করে ফেলতে চায়। তিনি পশ্চিমাদের এ ষড়যন্ত্র রুখতে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। রাশিয়ার সঙ্গে সুদানের গত ৬০ বছরের কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই প্রথম কোনো সুদানি প্রেসিডেন্ট মস্কো সফরে গেলেন। ওমর আল-বশির গত বৃহস্পতিবার মস্কোয় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে বলেন, তিনি আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করছেন। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট বশির। স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।