বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড়ে ট্রাকের চাপায় আবদুস সাত্তার (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হল- দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের হেজাতুল্লাহ্ মন্ডলের ছেলে। শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হাবীব জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এসময় কানসাট গোপালনগর মোড়ে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী রাজ মেট্রো-ট- ১১-০০৪০ একটি ট্রাক তাকে চাপা দিলে মাথা ফেটে গুরুত্বর আহত হয় সে। এসময় ট্রাক চালক ও হেলপার ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাত্তার মারা যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।