Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন- টিপু-সভাপতি, নোমন- সম্পাদক নির্বাচিত

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরর জেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্ধীতায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুল্ল্যাহ আল নোমান। আগামী ৩ বছর জেলা যুবলীগের দায়িত্ব পালন করবেন তারা। গত বৃহস্পতিবার বিকাল থেকে সামাদ একাডেমী মাঠে ত্রিবার্ষিক কাউন্সিলের ১ম অধিবেশন এবং ২য় অধিবেশনের শেষে রাত সাড়ে ১১ টার দিকে টাউন হল মিলনায়তনে কাউন্সিলরদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সমন্বয়ে ২শ’ ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ২৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শেষে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধূরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী জেলা যুবলীগের সভাপতি হিসাবে একেএম সালাহ্ উদ্দিন টিপু এবং ভোটে নির্বাচিত সাধারন সম্পাদক হিসাবে আবদুল্লাহ আল নোমান নাম ঘোষণা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ