Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বাংলাদেশের লক্ষ্য সেরা দশ

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : রাত পোহালেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের আসরের। বাংলাদেশসহ ৩৫টি দল অংশ নিচ্ছে এ আসরে। এর আগে এশিয়ান গ্রাঁ প্রিঁ আরচ্যারি ও ইসলামি সলিডারিটি আরচ্যারির আয়োজন করলেও এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত বৃহৎ টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। টুর্নামেন্টে শুধু এশিয়ারই নন, বিশ্বসেরা আরচ্যাররাও খেলবেন। অংশগ্রহণকারী ৩৪ বিদেশী দলের মধ্যে ৩২টি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। উজবেকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টে অংশ নিতে নাম নিবন্ধন করলেও এখনো ফ্লাইট সূচি জানায়নি। বিদেশী দলগুলো পর্যায়ক্রমে ঢাকায় আসা শুরু করেছে। ইতোমধ্যে বাংলাদেশের এসেছে মঙ্গোলিয়া ও কুয়েত। ঢাকায় পা রেখে তারা অনুশীলনও শুরু করেছে। রিকার্ভ একক ও দ্বৈত, কম্পাউন্ড একক, দ্বৈত ছাড়াও রিকার্ভ এবং কম্পাউন্ডের মিশ্র দ্বৈতে বাংলাদেশের পুরুষ ও মহিলা আরচ্যাররা অংশ নিবেন। ঘরের মাঠে এশিয়ান আরচ্যারির বৃহৎ এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেরা দশে থাকা। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.), ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সহ-সভাপতি সাং হু উম, সাধারণ সম্পাদক স্যাংগুয়ান কোসাবিন্তা ও টুর্নামেন্টে মিডিয়া কমিটির কনভেনার মাহফুজুর রহমান সিদ্দিকী। সংবাদ সম্মেলনেই ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। একই সময়ে ঘোষিত হয় বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের বাংলাদেশ দলও। অনুষ্ঠানে আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.) বলেন, ‘বিশ্ব সেরা তীরন্দাজদের সঙ্গে লড়াইয়ে আমরা হয়তো স্বর্ণ বা রৌপ্য পাবো না। কিন্তু সম্মানজনক স্কোর করে র‌্যাংকিংয়ে ভালো অবস্থান করার স্বপ্ন দেখি।’

টুর্নামেন্ট ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম হলেও এখানে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের আরচ্যাররা। চলমান প্রিমিয়ার ফুটবল লিগের খেলা থাকায় এই সমস্যা হয়েছে। কাল রাতে ভেন্যু বুঝে পাওয়ার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৯টা) তা পায়নি আরচ্যারি ফেডারেশন। তবে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে না পারলেও টঙ্গীতে ফেডারেশনের নিজস্ব মাঠে স্বাগতিক আরচ্যাররা বেশ ভালই অনুশীলন করেছেন বলে জানান ফেডারেশন সাধারণ সম্পাদক চপল। কিন্তু দেশসেরা আরচ্যার রোমান সানা এই অনুশীলনে সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘টঙ্গীতে অনুশীলন ভালোভাবে করলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্তত দশ দিন অনুশীলন করতে পারলে আরেকটু ভালো হতো।’
এ আসরে দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের সেরা আরচ্যাররা খেলছেন। এদের মধ্যে কোরিয়ান দলে রয়েছেন তিন জন (দুই মহিলা ও এক পুরুষ) অলিম্পিক পদক জয়ী আরচ্যার। তাই টুর্নামেন্টে শুধু এশিয়ার সেরা দলগুলোই নয়, বলা যায় বিশ্ব সেরা আরচ্যাররা অংশ নিচ্ছেন। বিষয়টি মাথায় রেখেই জাতীয় দল নির্বাচন করেছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। বর্তমানে যারা নিজেদের র‌্যাংকিংয়ে উন্নতির ধাপে থেকে সেরা ফর্মে রয়েছেন তাদেরই মূলত সুযোগ দেয়া হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে। আর এটা করতে গিয়ে শ্যামলী রায়ের মতো অলিম্পিয়ানকেও বাদ দিতে হয়েছে। বর্তমানে সেরা ফর্মে নেই গত রিও অলিম্পিকে অংশ নেয়া শ্যামলী।
বৃহৎ এই টুর্নামেন্টের জন্য ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানানো হয়। এ প্রসঙ্গে ফেডারেশন সভাপতি লে. জে. (অব.) মাইনুল ইসলাম বলেন, ‘দলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তায় দেয়া হবে। নিরাপত্তার বিষয়ে পুলিশের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের কথা রয়েছে। নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকানপাট বন্ধ রাখার প্রয়োজন নেই। কারণ দলগুলো নিরাপদে মাঠে প্রবেশ করতে পারলেই হল। খাবারসহ মাঠেই তাদের জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে।’ তিনি আরও বলেন, ‘সারাদেশে আরচ্যারি খেলাকে ছড়িয়ে দিতে চাই আমরা। ১৬ কোটি মানুষের দেশ অলিম্পিকে স্বর্ণ পাবে না তা হতে পারেনা। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছি। বাংলাদেশকে এশিয়ান আরচ্যারির হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ