মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের নেতৃত্বে সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। গত বুধবার এই ঘোষণা দিয়েছে সউদী আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সউদী প্রেসি এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। এসপিএ জানায়, জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের প্রথম সভায় সভাপতিত্ব করবেন সউদী আরবের যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এই বৈঠকের তারিখ এখনও নির্দিষ্ট হয়নি। এতে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সমন্বয়ের সাধারণ কৌশল নির্ধারণ করা হবে। সউদী আরব জানিয়েছে, জোটের অংশ ও কমান্ডার হিসেবে ইসলামী সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন জেনারেল রাহিল। ২০১৩ সালে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল রাহিল শরীফ। গত বছর নভেম্বরে তিনি অবসরে যান। ২০১৪ সালের শেষ দিকে সউদী আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী এই সামরিক জোট গঠিত হয়। এই জোটে ৪১টি মুসলিম দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও মিসরসহ বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশ। এসপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।