গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেছেন, চরমোনাই পীর ও হেফাজতিরা ধর্মের ধ্বজাধারী সেজে দেশের জঙ্গিবাদ ও মৌলবাদ কে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। ধর্মের ছদ্মাবরণে সরলমনা নিরীহ মানুষকে বিভ্রান্ত করে গুজব রটিয়ে তাদেরকে রাজপথে নামিয়ে তারা অরাজকতা সৃষ্টি করছে। এ ধরনের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জিয়াউল হাসান বলেন, ভাস্কর্য মানে শিরক নয়। ভাস্কর্য মূর্তি এক জিনিস নয়। অথচ মুসলমান নামধারী কিছু বিপদগামী আলেম লেবাসধারীরা এ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে।
দীর্ঘদিন যাবত ইসলামিক ফাউন্ডেশনের নির্লিপ্ততায় উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মের নামে বায়তুল মোকাররম মসজিদ এবং তার চত্বরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মসজিদ একমাত্র ইবাদতের জায়গা। ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোন রাজনৈতিক কর্মসূচিকে সরকার প্রশাসনিকভাবে নিষিদ্ধ করবেন এটাই আমাদের দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।