মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন কোনও যুদ্ধ বাধলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র থেকে ইসরাইল মুছে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের পতন ঘটেছে। এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্ব হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে শত্রু-মিত্র সবাই এটা ভালো করেই জানে যে, ইহুদিবাদী ইসরাইলকে আর আগের মতো প্রকৃত কোনও হুমকি হিসেবে গণ্য করা হয় না। গত বুধবার তেহরানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ-র সদস্যদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি নামের ওই কর্মকর্তা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেইন গেইবপারবার বলেন, ইসলামী বিপ্লবের কল্যাণে বাসিজ পুরো দুনিয়ার মুসলিম ও নিপীড়িত জাতির আদর্শে পরিণত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় আরও ঘনিষ্ঠ হচ্ছে সউদী আরব ও ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের জোটবদ্ধ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আসছিল। তবে স¤প্রতি প্রথা ভেঙে ইসরাইলের সঙ্গে সউদী আরব সম্পর্ক রাখছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গুরুত্ব পাওয়া সউদী আরব আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতেই এ কাজ করছে। পার্স টুডে, আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।