মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমার সেনাদের চালানো দমন পীড়নকে জাতিগত নিধন বলে আসছে জাতিসংঘ। এরসঙ্গে একমত পোষণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনালও। এমনেস্টি গত দুই বছর ধরে জরিপ চালানোর পর গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনটি প্রকাশ করে। ১০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে রোহিঙ্গা সঙ্কটের বিস্তারিত উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, রাখাইনে দমন পীড়ন জাতিগত নিধনের আইনগত সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে যায়। এ কারণেই ৬ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে করা এ নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। সংগঠনটির গবেষণা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আন্না নিয়েস্তাত বলেছেন, ‘রাখাইনে যে অপরাধ সংঘটিত হয়েছে তা স্পষ্ট। রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন তিন মাস আগে নয়, এ সঙ্কট শুরু হয়েছে বহু আগেই’। তিনি আরো বলেন, মিয়ানমার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ‘বর্ণবিদ্বেষ’ এবং ‘অমানবিকভাবে’ বিভক্ত করে রেখেছে। অপর দিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ৩৫টি আন্তর্জাতিক সংস্থা। এসব সংস্থার মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালও রয়েছে। এসব আন্তর্জাতিক সংস্থা গত সোমবার রাতে লেখা এক চিঠিতে বলেছে, আমরা জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে মিয়ানমারের ক্রম অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অনতিবিলম্বে জরুরি বৈঠক ডাকার জোর আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে এমন সময় এ আহ্বান জানানো হলো যখন মহাসচিব এন্তোনিও গুতেরেস গত ১০ নভেম্বর মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি মিয়ানমারের চলমান পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে অভিহিত করেন। টাইম, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।