প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছেলে আব্রাম খানকে উদ্ধারের খুব সস্তা আবেগ দেখিয়েছেন শাকিব। অপু বিশ্বাস নিরুপায় হয়ে কাজের মেয়ের কাছে ছেলেকে রেখে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন। এ সময় খবর ছড়িয়ে পড়ে কাজের মেয়েসহ ছেলেকে বাইরে থেকে তালাবদ্ধ করে তিনি কলকাতা যান। খবর শুনে শাকিব যারপরনাই উদ্বিগ্ন হয়ে উঠেন বলে জানা যায়। তিনি নাকি ছেলেকে উদ্ধার করতে নিজে অপুর বাসায় গিয়েছিলেন। তালা ভাঙতে চেয়েছিলেন। অথচ এর কোনো ভিত্তি নেই বলে শাকিবের ঘনিষ্ট সূত্রে জানা যায়। তিনি নিজে না গিয়ে তার এক সহকারীকে অপুর বাসায় পাঠিয়েছিলেন। নাটকের এখানেই শেষ নয়, তিনি ছেলেকে উদ্ধার করতে পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন। তাও থানায় নিজে না গিয়ে তার চাচাতো ভাই মনিরকে পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশ আইনের কথা বিবেচনা করে তাতে সাড়া দেয়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, শাকিব খান বলছিলেন- বাচ্চাটা উদ্ধার করে তাকে দেওয়ার জন্য। কিন্তু এটার আইনগতভাবে পুলিশের কোনো ক্ষমতা নেই। বাচ্চা তো ছোট, সাধারণত সে মায়ের কাছে থাকবে। এখন উনি যদি বাচ্চাকে নিজের কাছে রাখতে চান, তাহলে আদালতের অনুমতি লাগবে। তিনি বলেন, সাধারণত ছোট শিশু মায়ের কাছেই থাকে। সন্তানকে বাড়ির গৃহপরিচালিকার কাছে রেখে মা বাইরে যেতেই পারেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। তিনি বলেন, সন্তান বাবা না মায়ের কাছে থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পুলিশের নেই। এজন্য শাকিবকে আদালতে যেতে হবে এবং অনুমতি নিয়ে আসতে। সেক্ষেত্রেও পুলিশ সন্তানকে আদালতের কাছে হস্তান্তর করবে। শাকিব খানের অভিযোগ অস্বীকার করে অবশ্য অপু বিশ্বাস বলেছেন, আমি অসুস্থতার কারণে কলকাতায় এসেছি। বাসায় বাইরে থেকে নয়, ভিতর থেকে তালা দেয়া ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।