Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরছেন চিত্রনায়ক শাকিব খান। আগামীকাল দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে। শাকিবের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য দেয়া হয়েছে। ফেসবুক থেকে তার অনুসারীদের বিমানবন্দরে থাকার আহ্বান জানানো হচ্ছে। তারা শাকিবকে ফুল দিয়ে বরণ করে নেবেন। জানা যায়, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন শাকিব। উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান তিনি। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান তিনি। অনুষ্ঠানে অংশ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তার দেশে ফেরা হয়নি। ইতোমধ্যে গ্রিনকার্ড পেয়েছেন। নভেম্বরে আবার তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ