মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার নিজের দল ক্ষমতাসীন জানু-পিএফের বিদ্রোহের মুখে পড়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দলটির বিভিন্ন আঞ্চলিক শাখা তার পদত্যাগ দাবিতে সোচ্চার হয়েছে। এ উপলক্ষে তারা রাজধানী হারারেতে বিক্ষোভ মিছিল আয়োজন করে। এ মিছিলে সমর্থন রয়েছে ক্ষমতা নিয়ন্ত্রণে নেয়া দেশটির সেনাবাহিনী। গত বুধবার তারা ক্ষমতা কেড়ে নেয়। আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন পর্যবেক্ষক একে সামরিক অভ্যুত্থান বললেও সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওদিকে ৯৩ বছর বয়সী মুগাবের প্রতি অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত অনুগত বর্ষীয়ান যোদ্ধারা ও উদার গ্রæপগুলোও তার পদত্যাগ দাবি করেছে। খবরে বলা হয়, গত শুক্রবার বিকালে দলটির ১০টি আঞ্চলিক শাখার অন্তত ৮টি মুগাবেকে প্রেসিডেন্ট ও দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের আহŸান জানায় বলে খবর প্রকাশিত হয়। হারারাতে মুগাবেবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের আগে তাদের এ অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুগাবের পদত্যাগ চেয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা, যাতে সমর্থন দেয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জানু পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে শুরু হওয়া দ্ব›দ্ব ও উত্তেজনার সূত্র ধরে গত বুধবার সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। এরপরই ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবের গৃহবন্দি হওয়ার খবর আসে। দক্ষিণ আফ্রিকার মন্ত্রীদের মধ্যস্থতায় শুক্রবার সকালে গৃহবন্দি দশা থেকে বের হয়ে সাবেক গেরিলা নেতা মুগাবে জিম্বাবুয়ের ওপেন ইউনিভার্সিটির সমাবর্তনে উপস্থিত হন। বিকালে জিম্বাবুয়ে ডিফেন্স ফোর্সের (জেডডিএফ) পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার হারারেতে মুগাবেবিরোধী ‘সংহতি বিক্ষোভে’ অংশ নিতে বিভিন্ন সংগঠনের প্রতি আহŸান জানানো হয়। যতক্ষণ পর্যন্ত পরিকল্পিত এই বিক্ষোভ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকবে, ঘৃণা বা এমন কোনো উসকানি থাকবে না যাতে সহিংসতার সৃষ্টি হয়, ততক্ষণ পর্যন্ত জেডডিএফ এতে সমর্থন দেবে, বিবৃতিতে বলে তারা। এরপরই জানু পিএফের আঞ্চলিক শাখাগুলো ৯৩ বছর বয়সী মুগাবেকে পদত্যাগের আহŸান জানায়। তারা দল থেকে গ্রেস মুগাবের পদত্যাগ এবং কেন্দ্রীয় কমিটিতে নানগাওয়াকে পুনর্বহালেরও দাবি জানায়। সপ্তাহ দুয়েক আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট নানগাওয়াকে সরকার ও দল থেকে বহিষ্কারের পরই জিম্বাবুয়েতে ক্ষমতার দ্ব›দ্ব শুরু হয়। নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরী বিবেচনা করা হতো, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে, দলের যুব শাখায় যিনি বেশ জনপ্রিয়। গ্রেস-নানগাওয়া দ্ব›েদ্ব জানু পিএফ পার্টিও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এরপরই জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী, যারা মুগাবের জায়গায় নানগাওয়াকেই প্রেসিডেন্ট পদে দেখতে চায় বলে ধারণা করা হচ্ছে। জানু পিএফ পার্টির সংখ্যাগরিষ্ঠ অংশও যে এটাই চায় শুক্রবার তাও স্পষ্ট হলো। এদিন আঞ্চলিক শাখাগুলোর বেশ কয়েকজন নেতা টেলিভিশনে মুগাবের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।