প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুভিলর্ড খ্যাত ডিপজল এখন পুরোপুরি সুস্থ্য। প্রায় দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। তার সাথে কথা হলে তিনি বলেন, আল্লাহর রহমতে ও ভক্তদের দোয়ায় আমি এখন সুস্থ্য। খুব শিঘ্রই নতুন সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হতে পারব বলে আশা করছি। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসার পাশাপাশি বিশ্রামে থাকাকালে সিনেমার গল্প নিয়ে ভেবেছেন। নতুন একটি সিনেমার আইডিয়া এসেছে। নামও মোটামুটি ঠিক করে ফেলেছি। সিনেমাটির নাম পাথরের মন। পরিচালনা করবেন ছটকু আহমেদ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে সিনেমাটির কাজ শুরু করতে পারব। এর মধ্যে আগামী ডিসেম্বরের শেষ দিকে চেকআপের জন্য আবার সিঙ্গাপুর যাব। এদিকে ছটকু আহমেদ বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন সময়ে মেয়ে অলিজার সাথে বসে গল্পটি চিন্তা করেছেন ডিপজল। গল্পটি শুনে মুগ্ধ হয়েছি। আমি ইতোমধ্যে আলী আকরাম শুভর সাথে গান নিয়ে বসেছি। আশা করছি, দ্রুতই সিনেমাটির নির্মাণ কাজ শুরু করতে পারব। এদিকে ডিপজল অভিনীত নির্মাণাধী সিনেমা এক কোটি টাকা’র কাজ শেষের দিকে। সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী মিজু আহমেদ গেলে এবং ডিপজল অসুস্থ হয়ে পড়ায় সিনেমাটির সামান্য কিছু কাজ করা সম্ভব হয়নি। তবে আগামী মাসে সিনেমাটির কাজ শেষ করা হবে। এতে অভিনয় করছেন ডিপজল, বাপ্পি চৌধুরী, আঁচল, শিরিন শীলা, বড়দা মিঠু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।