প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক ডিপজলের একমাত্র কন্যা ওলিজা মনোয়ার একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে বেশ নাম করেছেন। বিশ্বের বিখ্যাত মডেলদের মেকআপসহ বিভিন্ন ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে ইতোমধ্যে তিনি কাজ করেছেন। লন্ডনস্থ রেডব্রিজ ইনস্টিটিউটে তিনি মেকআপ-এর সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে নিয়োজিত আছেন। গত সপ্তাহে তিনি অক্সব্রিজস্থ ব্রæনেই বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি ডিগ্রী সম্পন্ন করেছেন। ফ্যাশন শোতে বিশ্বখ্যাত মডেলদের সাথে কাজ করার পাশাপাশি একটি সিনেমায়ও লিড মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। মেরি হেলেন ভয়েড পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সামান্থাস চয়েস’-এ তিনি পুরো মেকআপ-এর দায়িত্বে ছিলেন। এ সিনেমাটি এবারের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম শাখায় প্রদর্শিত হয়েছে। সিনেমাটি নিয়ে অলিজা এখন কান চলচ্চিত্র উৎসবে। অলিজা জানান, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার মেকআপ করা সিনেমা উৎসবে প্রদর্শিত হওয়া গৌরবেরও ব্যাপার। আমি মনে করি, একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আমার পথ চলার ক্ষেত্রে এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি জানান, মেকআপ আর্টিস্ট হিসেবে বিশ্বের বিখ্যাত মডেলদের সাথে কাজ করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। সেই সাথে চলচ্চিত্রে সুযোগ পাওয়া আরও বড় বিষয়। আমি আমার কাজ দিয়ে বিশ্বখ্যাত মডেল ও চলচ্চিত্র নির্মাতাদের সন্তুষ্ট করতে পেরেছি বলে তারা আমাকে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে সুযোগ দিয়েছেন। এ ধরনের সুযোগ সবার জন্য হয় না। এক্ষেত্রে আমার পরিশ্রম ও সাধনা এবং পারফেকশন সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, সবচেয়ে বেশি ভাল লাগছে আমি আমার দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারছি। সবাই জানছে, আমি বাংলাদেশের। এটা অনেক বেশি ভালো লাগার বিষয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।