Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ৮:৩৫ পিএম
  • আমি ওই কাজটি করিনি -পুতিন
  • সত্যিকারার্থেই বিশ্বাস করি -ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে দেশটির প্রেসিডেন্ট পুতিন তা অস্বীকার করেছেন। পুতিনের এই স্বীকারোক্তি তিনি সত্যিকারার্থেই বিশ্বাস করেন। গত শনিবার ভিয়েতনামের দানাংয়ে এপেক সম্মেলন থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে যখন এফবিআই তদন্ত করছে ঠিক তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন। গত জুলাইয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ বৈঠক হয়েছিল। ভিয়েতনামে অবশ্য দুই নেতার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে সম্মেলন চলাকালে দুজনের মধ্যে তিনবার সংক্ষিপ্ত সময়ের জন্য কথাবার্তা হয়েছে। এসময় তারা সিরিয়া পরিস্থিতি ও নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যতোবারই তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি বলেছেন, আমি ওই কাজটি করিনি। তিনি যখন আমাকে বলেন যে তিনি আন্তরিকভাবেই এটা বলছেন, তখন আমি তাকে সত্যিকারার্থেই বিশ্বাস করি। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনো কাটেনি। মার্কিন গুরুত্বপূর্ণ কিছু নাগরিকের দাবি, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে টপকে রিপাবলিকান পার্টিতে নবাগত ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে হাত ছিল রাশিয়ার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর কাছে বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পকে এগিয়ে রাখতে রাশিয়া প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েক নেতার ই-মেইল একাউন্ট হ্যাক করে বলে অভিযোগ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে ই-মেইল হ্যাকিংয়ের দাবিটি শুরু থেকেই অস্বীকার করছেন ট্রাম্প ও পুতিন। সর্বশেষ ভিয়েতনামের উপকূলবর্তী দা ন্যাং শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে অতীতের মতো আবারও পুতিনের পাশে দাঁড়ালেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি (পুতিন) বলেছেন, তিনি নির্বাচনে হস্তক্ষেপ করেননি। আমি তাঁকে আবারও জিজ্ঞাসা করি। এসব বিষয়ে আপনি বারবার জিজ্ঞাসা করতেই পারেন। যুক্তরাষ্ট্রের ‘চিরশত্রু’ রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি সহানুভূতি দেখিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি, তাঁর (পুতিন) বিরুদ্ধে বারবার অভিযোগ আনায় অপমানিত হয়েছেন তিনি। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ