Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রচেষ্টায় বিশ্বাস করে অধিকাংশ ভোটার

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে মনে করে বেশিরভাগ রিপাবলিকান সমর্থক। রিপাবলিকানের এমনটিই বিশ্বাস বলে এক জরিপে উঠে এসেছে। ১৮ থেকে ২৪ অক্টোবর রয়টার্স-ইপসোস পরিচালিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মনে করে রাশিয়া ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টা করছে। এই ৫৫ শতাংশের মধ্যে ৫১ শতাংশ ডেমোক্রেটিক এবং ৬৫ শতাংশ রিপাবলিকান সমর্থক। এছাড়া, যুক্তরাষ্ট্রর বেশিরভাগ ভোটার মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ট্রাম্পকে সমর্থন করছেন। যেসব মার্কিনি মনে করেন রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে চাইছে তাদের ৫৭ শতাংশ অবশ্য বিশ্বাস করে, ডেমোক্রেটিক দলের ইমেইল হ্যাকের পেছনে রাশিয়ার হাত থাকলেও এ বিষয়ে ট্রাম্প কোনোভাবে জড়িত নন। জরিপে দেখা গেছে, এসব ভোটারের ৬২ শতাংশ ডেমোক্রেট এবং ৪৮ শতাংশ রিপাবলিকান।
সম্প্রতি ডেমোক্রেটিক দলের ইমেইল হ্যাক হওয়ার পেছনেও মস্কোর হাত রয়েছে বলে ধারণা জরিপে অংশগ্রহণকারী ৭১ শতাংশ মার্কিন ভোটারের। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং হিলারি ক্লিন্টনের গুরুত্বপূর্ণ নথি অনলাইনে প্রকাশ করে হ্যাকাররা। হ্যাকাররা রুশ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে হিলারি বলেছিলেন, তার বিশ্বাস রাশিয়া ট্রাম্পকে নির্বাচনে জিততে সহায়তা করছে এবং তার প্রতিদ্বন্দ্বী এ প্রার্থী রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের হাতের পুতুল। ট্রাম্প অবশ্য বলেছেন, দেশের ক্ষতি হয় এমন কিছু তিনি করছেন না। ট্রাম্পকে খুবই বুদ্ধিমান বলে বর্ণনা করেছেন পুতিন। ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের ঘনিষ্ঠ নন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চাইতে পুতিন শক্তিশালী প্রেসিডেন্ট। ইউক্রেইন ও সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বর্তমানে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। রাশিয়ার প্রভাবশালী কয়েকজন নেতা প্রকাশ্যেই বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে দুই দেশের সম্পর্ক আবারও উষ্ণ হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রচেষ্টায় বিশ্বাস করে অধিকাংশ ভোটার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ