Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকার রাস্তা ফাঁকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০২ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ফাঁকা হয়ে গেছে যানজটের নগরী ঢাকার রাস্তা। যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি ফাঁকা হয়ে পড়েছে গুলিস্তানের মতো চিরচেনা যানজটের এলাকাও।
রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর রায়েরবাগ এলাকায় গিয়ে দেখা, গেছে শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু রাস্তায় কোনো যানবাহন নেই। বিশেষ করে নারী ও শিশুরা পড়েছে চরম ভোগান্তিতে। সাধারণ মানুষকে সরকারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
অপরদিকে একই চিত্র দেখা গেছে গুলিস্তান এলাকায়ও। রাস্তায় কোনো যানবাহন নেই। রাস্তার চিত্র দেখে মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে অঘোষিত হরতাল চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকার রাস্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ