Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিবৃতিতে নাখোশ সু চি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা সঙ্কট নিয়ে স¤প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া বিবৃতিটি নিয়ে আপত্তি জানিয়েছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। এ বিবৃতির কারণে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া প্রশ্নে আলোচনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। গত বুধবার মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এমন সতর্কতা দেওয়া হয়। সঙ্কট সমাধান প্রচেষ্টায় বহুপক্ষের অংশগ্রহণ নিয়ে অনিচ্ছা প্রকাশ করা হয় ওই বিবৃতিতে। দাবি করা হয়, একমাত্র দ্বিপাক্ষিকভাবেই এ সঙ্কটের সমাধান করা সম্ভব। রোহিঙ্গা সঙ্কটের অবসানের জন্য সোমবার নিরাপত্তা পরিষদে আলোচনার পর সর্বসম্মতভাবে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে রাখাইন অঙ্গরাজ্যে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয় এবং সেখানে সেনাবাহিনী যেন আর অতিরিক্ত বল প্রয়োগ না করে তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। এর জবাবে গত বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির দফতর থেকে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিরাপত্তা পরিষদের ওই বিবৃতি চলমান আলোচনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ সঙ্কটের সমাধান কেবল দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সম্ভব এবং এ বিষয়কে নিরাপত্তা পরিষদ এড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে দাবি করা হয়, এ বিষয়ে আলোচনা মসৃণভাবে ও প্রত্যাশা অনুযায়ীই চলছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা চর্চা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিরাপত্তা পরিষদ যে বিবৃতি নিয়ে মায়ানমারের একজন প্রতিনিধি দাবি করেন, এই প্রস্তাবে তাদের সমস্যার সমাধান হবে না বরং তাদের উপর রাজনৈতিক চাপ তৈরি করবে। এদিকে, দুই দেশের যৌথ কমিশন গঠনের প্রয়াসকেও স্বাগত জানায় নিরাপত্তা পরিষদ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সু চি

২৪ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ