Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর দাবি : হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্জ এডভোকেট আব্দুল্লাহ আল-নাসের অবিলম্বে বৈধ হজ এজেন্টদের তালিকা জাতীয় পত্রিকায় প্রকাশ করে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম অতিসত্বর শুরু করার জন্য জোর দাবি জানিয়ে বলেছেন, হজ এজেন্ট ও হজযাত্রীগন প্রাক নিবন্ধন বিলম্বিত হওয়ার কারণে চরম উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।  এডভোকেট আব্দুল্লাহ আল নাসের চলতি হজ মৌসুমে যাতে করে অবৈধ কাফেলা গ্রুপ লিডাররা হজে  যেতে না পারে তার জন্য তাদের ভিসার ডিও প্রদান বন্ধ করে এ সকল অবৈধ কাফেলা লিডারদের গ্রেফতার পূর্বক শাস্তিদানের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ কাফেলা গ্রুপ লিডাররা হাজীদের নিকট হতে পুরো প্যাকেজের টাকা আদায় করে এজেন্টদের ২লাখ ২০হাজার হতে ২লাখ ৩০ হাজার টাকা দিয়ে থাকেন যাতে করে হজ এজেন্টগন হাজীদের ঠিকমত সেবা দিতে পারেন না । এতে করে হজ ব্যবস্থ্যাপনার বদনাম হয়ে থাকে। এডভোকেট আব্দুল্লাহ আল-নাসের বলেন, অবৈধ কাফেলা লিডারদের দৌরাত্বের কারনে আজ হজ ব্যবস্থাপনায় হজ এজেন্ট ও হজযাত্রীগণ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি বলেন, সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রী কমে যাওয়ার মূল কারণ হল অবৈধ গ্রুপ লিডারদের দৌরাত্ব । অবৈধ গ্রুপ লিডাররা নিজ নিজ এলাকায় হজ থেকে আসার ১০ দিনের মধ্যে চলতি বৎসর হজ গমনেচ্ছুক যাত্রীদের আইডি কার্ড ও ছবি নিয়ে নেয়, এতে করে হজযাত্রীগণ আর সরকারীভাবে হজ পালনের চিন্তা করার সুযোগ পায় না। তিনি বলেন, গত প্রায় ৫-৬ বৎসর আগে ধর্ম মন্ত্রনালয় অবৈধ গ্রুপ লিডারদের তালিকা হাব হতে সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকদের নিকট ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। এডভোকেট আব্দুল্লাহ আল-নাসের ধর্ম মন্ত্রণালয়কে ঐ সকল অবৈধ গ্রুপ লিডারদের তালিকা পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকদের নিকট পাঠিয়ে  অবৈধ গ্রুপ লিডারদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবিলম্বে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর দাবি : হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ