Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ২:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি ডিগ্রি কলেজ মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবদুল লতিফ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হল- উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের লাল মোহাম্মদের ছেলে। আহতরা হল- উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের হাবিবুর রহমান হবু (২৮) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতাল এলাকার মো. জিল্লুর রহমানের মেয়ে সেলিনা খাতুন (৩০)। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আবদুল লতিফ ভ্যান চালিয়ে রাণীহাটি কলেজ মোড়ের দিকে যাচ্ছিল। এসময় সোনামসজিদগামী একটি বালুভর্তি (ঢাকা মেট্রো চ ০২-০৩৮২) নম্বরের ট্রাক কলেজ মোড়ে পৌঁছলে ভ্যান-রিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় বালির নিচে চাপা পড়ে ভ্যানচালক নিহত হয়। এ ঘটনায় হাবিবুর রহমান হবু আহত হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করে। তবে ট্রাকটি আটক করতে পারলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বটতলা নামক স্থানে মোটরসাইকেল-গরুর গাড়ি সংঘর্ষে সেলিনা খাতুন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ