Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের কাছে কাতালান নেতা পুজদেমনের আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০৮ এএম

কাতালোনিয়ার ক্ষমতাচ্যূত নেতা কার্লেস পুজদেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

একজন কৌঁসুলির মুখপাত্র বলেছেন, আজ সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে, স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা। বিচারক তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে। শুক্রবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। অবশ্য আদালত মানবাধিকারের কারণ দেখিয়ে এ পরোয়ানা প্রত্যাখ্যানও করতে পারে।
কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে মি. পুজদেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে।
তিনি বলেছিলেন, তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্পেনে ফিরবেন না। তিনি এবং তার চারজন সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
মি. পুজদেমনের সহযোগীরাও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। তারা হলেন সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টনি কোমিন, সাবেক সংস্কৃতিমন্ত্রী লুইস পুইজ, এবং সাবেক শিক্ষামন্ত্রী ক্লারা পোনসেটি। সূত্র : বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ