Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বেলজিয়ামে জামিন পেলেন বরখাস্ত কাতালান নেতা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাতালোনিয়ার বরখাস্ত ও বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজেমন ও তার সাবেক চারমন্ত্রী রোববার বেলজিয়ামে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এর আগে স্প্যানিশ সরকার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এক বিচারক তাদের বহিস্কার মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ পাঁচজনকে বেলজিয়াম ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন। বিদ্রোহ ও দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এ সপ্তাহের গোড়ার দিকে তারা স্পেন থেকে পালিয়ে আসেন। কাতালান বিচ্ছিন্নবাদীরা স্পেন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় যে জটিল সংকটের সৃষ্টি হয় এটি তার সর্বশেষ ঘটনা। স্পেন থেকে কাতালানবাসীদের স্বাধীনতার ঘোষণা পুরো ইউরোপকে ধাক্কা দেয়। বেলজিয়াম প্রসিকিউটরদের মুখপাত্র গিলেস দেজিমেপি বলেন, স্থানীয় সময় সকাল নয়টা ১৭মিনিটে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। এর কিছুক্ষণ পর প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আদালত এ পাঁচজনের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করে। পনের দিন পর আদালতে এ ব্যাপারে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতালান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ