Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রিসভার পাঁচ সদস্যসহ বেলজিয়ামে কাতালান নেতা পুজদেমন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাতালোনিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন মন্ত্রিসভার পাঁচ সদস্যসহ বেলজিয়ামে চলে গেছেন বলে স্পেনের গণমাধ্যম জানিয়েছে। স্বাধীনতাপন্থী এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা ও অর্থের অপব্যবহারের অভিযোগ এনেছে মাদ্রিদ সরকার। গত সোমবার বেলজিয়ামের এক আইনজীবীও পুজদেমনের ব্রাসেলস পৌঁছানোর কথা জানান। আইনজীবী পল বেকায়ের্তের দাবি, পুজদেমন তাকে নিয়োগ দিয়েছেন। তবে কাতালান প্রেসিডেন্টের বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রস্তুতি নিয়ে মন্তব্য করেননি তিনি। এখানে আমিই তার (পুজদেমন) আইনজীবী, যদি তার প্রয়োজন হয়। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কাগজ প্রস্তুত করছি না আমরা, বলেন বেকায়ের্ত।
গত সপ্তাহের শেষদিকে বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী থিও ফ্রাঙ্কেন কাতালান নেতাদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি অবাস্তব নয় বলে মন্তব্য করেছিলেন। যদিও পরে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। স্পেনিশ গণমাধ্যমগুলো বলছে, পুজদেমন ব্রাসেলসের প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে দেখা করেছেন। টেলিভিশন স্টেশন লু সেক্সটা জানিয়েছে, পুজদেমনের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন, কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, শ্রমমন্ত্রী ডলোরস বাসা ও শাসন বিষয়কমন্ত্রী মেরিটজেল বোরাস ব্রাসেলসে গিয়েছেন।
এর আগে সোমবার স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা ও অর্থের অপচয়ের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ প্রমাণিত হলে পুজদেমনের ৩০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে। গত সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়েই কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বেশকিছু কর্মকর্তা মাদ্রিদের নির্দেশে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কাতালান মন্ত্রীদের কেউ দপ্তরে এলে আঞ্চলিক পুলিশ তাদের চলে যেতে ঘণ্টাখানেক সময় দেয়, তা না হলে ‘ব্যবস্থা’ নেওয়ারও হুমকি দেয়া হয়। স্পেনিশ সরকার দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ জারির পর এখন পর্যন্ত অন্তত দেড়শ’ উচ্চপদস্থ কাতালান কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে। তারা আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে ২১ ডিসেম্বর নতুন নির্বাচনের ডাকও দিয়েছে। পুজদেমন এবং কাতালান আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ওরিওল জানকুয়েরেস কেন্দ্রীয় সরকারের এসব পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছেন, একমাত্র কাতালান পার্লামেন্টই তাদের সরিয়ে দেয়ার এখতিয়ার রাখে। পুজদেমনের দল জানিয়েছে, তারা আঞ্চলিক নির্বাচনে প্রয়োজনে অভিযুক্তদেরই মনোনয়ন দেবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাস্তিস বলেছেন, ওই নির্বাচনে চাইলে পুজদেমনও দাঁড়াতে পারবেন, যদি না ততদিনে তিনি দন্ডপ্রাপ্ত হন। গত সোমবার দাস্তিস বলেন, ডিসেম্বরের নির্বাচন কাতালোনিয়ায় বৈধ শাসনব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। সূত্র : রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ