Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ৭:৩১ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীতমুখী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আরো ২জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জন।

সাঁথিয়া থানার সাব ইন্সপেক্টর জুয়েল হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বাস দুর্ঘটনায় ৪ জন ঘটনাস্থলে, একজনকে হাসপাতালে আসার আগে এবং অপর ২জন ভর্তিও পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ৭ জনের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, পাবনা সদর উপজেলার বাগচীপাড়া গ্রামের গফুর আলী বিশ্বাসের পুত্র আয়েত আলী বিশ্বাস (৫০), আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মকবুল প্রামাণিকের পুত্র আবুল কালাম (৩৭) ও একটি বাসের চালক রিপন হোসেন (৪৫)।

অপর ৪ জনের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ