Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১১:৫২ এএম

ঢাকার সাভারে দূরপাল্লার বাসচাপায় টাইলস কারখানার একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিয়ার রহমান (৫০) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপান গ্রামের বাসিন্দা। সে গেন্ডা এলাকার মধুমতী টাইল কারখানার নিরাপত্তাকর্মী। স্ত্রী সন্তান নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রবিন মিয়ার বাসার একটি কক্ষ নিয়ে ভাড়া নিয়ে বসবাস করে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির জানান, সকালে কারখানার দায়িত্ব পালন শেষ করে পায়ে হেঁটে রাজফুলবাড়িয়া যাওয়ার পথে উলাইল বাস স্ট্যান্ডের কাছে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে স্থানীয়রা এঘটনায় মহাসড়কে চলাচলরত শ্যামলী পরিবহনের শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি বাস সড়কের পাশে আটকে রেখে ভাংচুরের চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ